শুধু রাতেই দেখা যাবে ‘সেই’ সানিকে…

সারাদিন ধরে যখন তখন টিভির পর্দায় চলে আসতেন সানি লিওন। বিজ্ঞাপনে ইঙ্গিতে দর্শককে জানিয়ে দিতেন, তারা যেন বিশেষ ব্র্যান্ডের কন্ডোম ব্যবহার করেন। বিজ্ঞাপনের চেয়েও তার মডেল সানিকে দেখতে চোখ পাকিয়ে টিভির দিকে তাকাত আট থেকে আশি বছর বয়সী দর্শক। আঠারো থেকে আশিদের নিয়ে হয়তো সমস্যা নেই- কিন্তু আট থেকে সতেরো নিয়েই যত গন্ডগোল।

এসব বিজ্ঞাপন শিশু-কিশোরদের দেখা বন্ধ করার দাবি তোলে একটি হিন্দু সংগঠন। সরব হন CPI নেতা অতুল অঞ্জন। শেষপর্যন্ত জনতার দাবি মেনে নিয়েই নাকি এবার পরিবর্তন করা হচ্ছে অ্যাডাল্ট স্টার সানির কন্ডোমের বিজ্ঞাপনের সময়। দিনের বেলায় নয়, ওই ধরনের বিজ্ঞাপনে সানিকে দেখা যাবে শুধুমাত্র রাতের।

সাধারণত বিজ্ঞাপনের দু’টি ক্যাটাগরি থাকে। একটি হল জেনারেল ক্যাটাগরি বা G। আরেকটি হল রেস্ট্রিক্টেড ক্যাটিগরি বা R। G ক্যাটাগরির বিজ্ঞাপনগুলি যে কোনও সময়ে দেখানো যেতে পারে। কিন্তু R ক্যাটিগরির বিজ্ঞাপনগুলি শুধুমাত্র সেই সময়েই দেখানো যায় যখন কি না নাবালকরা টিভি দেখে না বা কম দেখে। সানির কন্ডোমের বিজ্ঞাপন এবার থেকে R ক্যাটিগরির আওতাভুক্ত হল।



মন্তব্য চালু নেই