শুধু মোবাইলে গেম খেলবেন বলেই চাকরি ছেড়ে দিলেন এই ব্যক্তি!

নিউজিল্যান্ডের টম কারি, অকল্যান্ডের কাছে হিবিসকাস উপকূলবর্তী একটি রেস্তোঁরায় দীর্ঘদিন কাজ করতেন। কিন্তু হঠাৎ করেই কাজ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সম্প্রতি টমের মনে হয়েছে, চাকরি করার থেকে মোবাইল ফোনে ‘ডিজিটাল প্রাণী’ খুঁজতেই তার নাকি বেশি আগ্রহ! আর তিনি ওসব প্রাণী খুঁজবেন ‘পোকেমন গো’ গেমে! যেমনই ভাবনা তেমনই কাজ! সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে গেমেই মগ্ন টম।

টম কারি জানিয়েছেন, “আমি যখন অফিসে পদত্যাগপত্র জমা দিই, তখন আমি ম্যানেজারকে জানাইনি যে আমি পোকেমনকে খুঁজতেই চাকরিটা ছাড়ছি”। কিন্তু যখন আমার কথা অনেকেই জেনে গেল তখন আমি তাকে কল করলাম মিডিয়া তার সঙ্গে যোগাযোগের আগেই। এবং আমি দারুণ সাড়া পেলাম ম্যানজারের কাছে থেকে। যেই সাড়া আমি আমার বন্ধু ও পরিবার থেকে পাইনি!”

টম এও জানিয়েছেন, পোকেমন ট্রিপ যেন দারুণ মজাদার হয় সেই কামনাই নাকি জানানো হয় ম্যানেজারের থেকে” কিন্তু গেমের জন্যে চাকরি ছাড়া! টমের সাহসের প্রশংসা করেছেন অনেকেই।



মন্তব্য চালু নেই