শুধু একটি মেয়ের জন্যই ট্রেন থামে যে স্টেশনে
মাত্র একজন ছাত্রীর জন্য চালু রয়েছে আস্ত একটি রেলস্টেশন। আর মেয়েটির ঘড়ি ধরেই স্টেশনে ঢোকে ট্রেনটি আবার সময় মত তাকে নামিয়েও দিয়ে যায়। এই বিরল ঘটনা জাপানের।
জাপানের হোক্কাইডো দ্বীপের এক প্রান্তে কামি শিরাতাকি স্টেশন। আগে এই স্টেশনে একাধিক ট্রেন দাঁড়াত। কিন্তু, যাত্রী কোথায়! এরপরই এই স্টেশনটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় জাপান রেলওয়ে। তখনই বিষয়টি নজরে আসে রেল কর্তাদের। ছুটির দিন বাদে স্টেশন থেকে প্রতিদিনই একজন ট্রেনে ওঠে। সেখান থেকে ট্রেনে চড়েই স্কুলে যায় একটি মেয়ে। ট্রেন না চললে তার স্কুলে পৌঁছতে কষ্ট হবে। অগত্যা সেই স্টেশনটি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে, ট্রেনের টাইমটেবিল দেখে স্টেশনে আসে না মেয়েটি। বরং মেয়েটির স্কুলে যাওয়ার সময় অনুযায়ী স্টেশনে ঢোকে ট্রেন। সারাদিনে একটি ট্রেনই এই স্টেশন দিয়ে চলাচল করে। আর তাকে স্কুলে পৌঁছে দেওয়া ও বিকেলে ফের স্টেশনে নামিয়ে দিয়ে যাওয়াই এখন ওই ট্রেনটির কাজ। যত দিন না সে স্নাতক হচ্ছে ততদিন এই পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে জাপানের রেলমন্ত্রনালয়।
মন্তব্য চালু নেই