শুধুমাত্র এই একটি কাজ করুন আর ‘ফ্রি’তে খান এই রেস্তোরাঁয়
রাজধানীর বই প্রেমীদের বিশেষ পছন্দ এই রেস্তোরাঁ৷ এখানে এলে পড়ার সঙ্গে বিনামূল্যে মনভরা খাওয়াটা হয়ে যায়৷ খেতে কে না ভালোবাসে৷ তার সঙ্গে যদি কেউ বই পড়তে ভালোবাসেন তাহলে তো কথাই নেই৷ দুটোই একসঙ্গে পাবেন এই রেস্তোরাঁয়৷ এখানে বই পড়া যায়৷ একে অপরের থেকে বদল করা যায়৷ আবার পাওয়া যায় বিনামূল্যে খাবার৷ রেস্তোরাটির নাম ‘xco’৷
‘xco’-তে পাঠকদের বসার জায়গা কম৷ তাতে কারোর কিছু যায় আসে না৷ সবসময়ই এখানে ভিড় উপচে পড়ে৷ প্রধানত ভিড় করে ইয়ং জেনারেশন৷ তারা বই বিনিময়ের মাধ্যমে পায় এক কাপ সুস্বাদু কফি সহ আরও খাবার৷ এই রেস্তোরাঁয় হালকা খাবার হিসেবে কফি,বার্গার ইত্যাদি মেলে৷ তাও সম্পূর্ণ বিনামূল্যে৷
রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের উদ্যোগ নেওয়ার পেছনে তাদের উদ্দেশ্য হল বই প্রেমীদের উদ্বুদ্ধ করা৷ যারা এখানে এসে পাবেন বইয়ের সঙ্গে সুস্বাদু খাবারের কামড়৷
মন্তব্য চালু নেই