শুটিং করতে গিয়ে ব্যথা পেলেন দীপিকা
প্রিয়াংকা চোপড়া ও দীপিকা পাডুকোন অভিনীত ও বহুল আলোচিত ‘লাভনী’ ড্যান্সের শুটিং অবশেষে শেষ হল। তবে এই নাচের শুটিং করতে গিয়ে দীপিকা তার পায়ে ব্যথা পেয়েছেন।
দীপিকা যখন ‘পিকু’ সিনেমার প্রোমোশনের জন্য গিয়েছিলেন, তার দুই পায়েই তিনটি করে ব্যান্ডেজ লাগানো ছিল। তা দেখেই সহজে অনুমান করা যায় রেমো ডি’সুজার নির্দেশনায় নাচতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দীপিকাকে।
এ ধরনের নাচে আগে কখনোই অংশ নেননি প্রিয়াংকা বা দীপিকার কেউই। দর্শকের কাছে গানটি এখন কতটা ভালো লাগে তাই দেখার বিষয়।
মন্তব্য চালু নেই