শুটিংয়ে হঠাৎ অসুস্থ শাহরুখ খান

শুটিংয়ে যাওয়ার পরেই হঠাৎ অসুস্থ শাহরুখ। অনেকদিন ধরেই হাঁটুর ব্যথায় ভুগছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ইতিমধ্যে একবার সার্জারিও হয়ে গিয়েছে তার। কিন্তু সমস্যা থেকে মুক্তি পাননি তিনি।

যে কারণে নি-ক্যাপ পরেই শুটিং করছিলেন। তা-ও শেষ রক্ষা হল না। হঠাৎ ব্যথায় অসুস্থ হয়ে পড়লেন শাহরুখ।

খুব শিগগিরই আবারও হাঁটুর অস্ত্রোপচারও করতে হবে, জানিয়েছেন ডাক্তার।

সম্প্রতি ইমতিয়াজ আলির ‘দ্য রিং’ ছবির শুটিং করার সময়েই ব্যথায় কাতর হয়ে পড়েন কিং খান। তবে কাজ বন্ধ করেননি তিনি। ব্যথা কমানোর ওষুধ খেয়ে এবং ইঞ্জেকশন দিয়েই ব্যথা আয়ত্তে রাখেন শাহরুখ। কিন্তু এবার তার কিছুদিন অন্তত বিশ্রাম নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন শাহরুখের ডাক্তার।

ওদিকে শাহরুখের ঘনিষ্ঠ সূত্র বলছে, ছবির কাজ গুছিয়ে নিয়ে শুটিং থেকে ছুটি নিয়ে বিশ্রামে যাবেন তিনি৷ বিশ্বের লাখো কোটি ভক্তেরও প্রার্থনা, শিগগিরই যেন তিনি সুস্থ হয়ে ফিরে আসেন রুপালি পর্দায়।



মন্তব্য চালু নেই