‘শুটার’ এর আনুষ্ঠানিক মুক্তি ঘোষণা করবেন চিত্রনায়ক রাজ্জাক
চিত্রনায়ক রাজ্জাক, নায়করাজ রাজ্জাক নামে সুপরিচিত। ষাটের দশকের বাকি বছরগুলোতে এবং সত্তরের দশকেও তাঁকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হত। এক সময়ে পর্দা কাঁপনো এ অভিনেতা এখন বয়সের ভারে অনেকটা সময় বিশ্রামেই কাটে। কিন্তু প্রাণের চলচ্চিত্রের টানে শারীরিক অসুস্থতা থাকা সত্বেও মাঝেমধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে হাজির হন তিনি।
আর ঠিক তেমনই আসছে ঈদ উপলক্ষে নির্মিত ‘শুটার’ চলচ্চিত্রটির আনুষ্ঠানিক মুক্তির ঘোষণায় উপস্থিত থাকবেন নায়করাজ রাজ্জাক। বিএফডিসির জহির রায়হান ভিআইপি অডিটরিয়ামে বিকেল ৩টায় এই অনুষ্ঠান আয়োজিত হবে। ছবিটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলি।
৯ সেপ্টেম্বর দুপুরে এমনটাই জানিয়েছেন ছবিটির প্রযোজক মো. ইকবাল। প্রসঙ্গত রাজু চৌধুরী পরিচালিত ‘শুটার’ ছবিতে শাকিব, বুবলি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়াজ, প্রকৃতি, সম্রাট, কবির তিথি প্রমুখ।
মন্তব্য চালু নেই