শুক্রবার কলকাতা যাচ্ছে বিসিবি একাদশ
ভারতের কলকাতার ইডেন গার্ডেনের দেড়শ’ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘আচার্য মেমোরিয়াল ট্রফি’ ক্রিকেটে অংশ নিতে শুক্রবার ঢাকা ছাড়ছে এনামুল হক বিজয়ের বিসিবি একাদশ। এ বিষয়ে বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বাংলামেইলকে বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ছয়টা ৫৪ মিনিটে কলকাতার উদ্দেশ্য ঢাকা ছাড়বে এনামুল-নাসিররা।’
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে দল পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে চার দলের সাত দিনের টুর্নামেন্ট। বিসিবি একাদশ ছাড়াও টুর্নামেন্টে বাকি ৩টি দল হচ্ছে কর্নাটক, বেঙ্গল ও মুম্বাই। প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সল্টলেক জয়দেবপুর বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস গ্রাউন্ডে। আচার্য মেমোরিয়াল ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গল-কর্নাটক। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।
বিসিবি একাদশের প্রথম খেলা ২৭ অক্টোবর প্রতিপক্ষ মুম্বাই, বিজয়দের দ্বিতীয় ম্যাচ ২৮ অক্টোবর কর্নাটকের বিপক্ষে। তৃতীয় ম্যাচ ৩০ অক্টোবর বেঙ্গলের বিপক্ষে মাঠে নামবে বিসিবি একাদশ। সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে।
ইডেন গার্ডেনেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আচার্য মেমোরিয়াল ট্রফির ম্যাচগুলো। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাঝপথে ভারত সফর বাতিল করার কারণেই ঘটে যত বিপত্তি। হঠাৎ শ্রীলংকাকে আমন্ত্রণ এবং নতুন সূচী করার কারণে পুরো টুর্নামেন্টটাকেই সরিয়ে নিতে হল জয়দেবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ফলে, অনেক আশা থাকলেও এনামুল-নাসিরদের ইডেনে আর খেলা হচ্ছে না।
বিসিবি একাদশ : এনামুল হক বিজয় (অধিনায়ক), নাঈম ইসলাম (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সাব্বির রহমান রুম্মান, সৌম্য সরকার, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, আরাফাত সানী, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহীদ, আবুল হাসান রাজু, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ ও মুক্তার আলী।
মন্তব্য চালু নেই