শীর্ষে থেকেই বছর শেষ করলো ভারত

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়টা আগেই নিশ্চিত করেছিল ভারত। তাই শেষ টেস্ট টিম ইন্ডিয়ার জন্য আনুষ্ঠানিকতাই। সেই আনুষ্ঠানিকতার ম্যাচেও দাপুটে জয় পেয়েছে ভারত। চেন্নাই টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ৭৫ রানে হারিয়েছে বিরাট কোহলির দল।

এই জয়ে ৪-০ ব্যবধানে সিরিজ শেষ করলো ভারত। পাশাপাশি টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করলো টিম ইন্ডিয়া। ৩৫ ম্যাচে ভারতের রেটিং ১২০। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার চেয়ে ১৫ রেটিংয়ে এগিয়ে কোহলির দল।

পাকিস্তান রয়েছে তালিকার তৃতীয় স্থানে। মিসবাহ-উল-হকের দলের ভাণ্ডারে জমা পড়েছে ১০২ রেটিং। ১৫ টেস্ট খেলা বাংলাদেশ রয়েছে নবম স্থানে। মুশফিকুর রহীমের দলের অর্জন ৬৫ রেটিং। অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টাইগারদের ব্যবধান ৪।



মন্তব্য চালু নেই