শীতলক্ষ্যায় ট্রলারডুবি, ২ শিশু নিখোঁজ

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এতে সুমাইয়া (৮) ও ফাহিম (৩) নামের দুই শিশু নিখোঁজ রয়েছে।

ডুবুরিরা তাদের উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় অন্তত ৮জন যাত্রী আহত হয়েছে। যাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দেয়া বালুর ট্রলারটি আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছে ট্রলারের চালক ও হেলপার।

শনিবার সকাল ১০টায় বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকায় কয়লাঘাট নামক স্থানে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সুমাইয়া কুমিল্লা জেলার মেঘনা এলাকার তারেকের মেয়ে এবং ফাহিম একই এলাকার দুলালের ছেলে।

ঘটনাস্থলে যাওয়া শীতলক্ষ্যা নৌ-ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এস আই) নজরুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে, কুমিল্লা জেলার মেঘনা এলাকায় ট্রলারে করে ৫০ থেকে ৬০ জন যাত্রী শুক্রবার বন্দর উপজেলার মদনগঞ্জ চৌধুরীবাড়ি দরবারে এসেছিলেন। কাজ শেষে শনিবার সকালে তারা মেঘনার উদ্দেশ্যে রওনা হলে মদনগঞ্জ কয়লাঘাট নামক স্থানে এসে পৌঁছালে আল্লার দান নামক একটি বালুবাহী ট্রলার যাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রলার থেকে ৮/১০ জন ছিটকে নদীতে পড়ে যান।

ট্রলার ডুবে যাওয়ার পর সবাই সাতাঁর কেটে পাড়ে উঠতে পারলেও সুমাইয়া ও ফাহিম নামের দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। বালুর ট্রলারটি আটক করা হয়েছে।



মন্তব্য চালু নেই