শীঘ্রই হজ্জে যাচ্ছেন তাহসান

হজ্জ পালনের উদ্দেশ্যে মক্কা যাচ্ছেন জনপ্রিয় সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান। খবরটি নিশ্চত করেছেন তাহসান নিজেই। তিনি বলেন, ‘ ভিসার জন্য আবেদন করেছি। ভিসা পেলে বাকি প্রস্তুতি নেবো।’

এদিকে আগামী ঈদে নাটকের জন্য তার কাছে চিত্রনাট্য নিয়ে যাচ্ছেন অনেক নির্মাতাই। তাহসান তাদের প্রত্যেককেই জানিয়ে দিচ্ছেন তার হজ্জে যাওয়ার সংবাদ।

তবে হজ্জে তাহসান একাই যাবেন, নাকি তার সঙ্গে স্ত্রী মিথিলাও থাকবেন; সেসব নিয়ে কিছুই জানাননি জনপ্রিয় তারকা।



মন্তব্য চালু নেই