শীঘ্রই ঢাকায় আসছেন কলকাতার পাখি, কিরণমালা ও রাশি
কলকাতার জনপ্রিয় তিন অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী, রুখমা রায় ও গীতশ্রী রায়, তাঁরা তিনজনই যথাক্রমে পাখি, কিরণমালা ও রাশি নামে পরিচিত। ‘বোঝে না সে বোঝে না’,
‘কিরণমালা’ ও ‘রাশি’ ধারাবাহিক নাটকের নামভূমিকায় অভিনয় করে কলকাতা ও বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন এই তিনজন । তাঁদের ভক্তদের জন্য সুখবর হলো, তাঁরা প্রথমবারের মতো ঢাকায় আসছেন।
বাংলাদেশের মাদকবিরোধী একটা কনসার্টে অংশ নিতেই তাঁরা ঢাকায় আসছেন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) আয়োজনে এই কনসার্টটি আগামী ২৪ নভেম্বর গোপালগঞ্জের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় কনসার্টটি শুরু হবে।
কনসার্টটিতে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী জেমস, মিলা, রেশমিসহ আরো অনেকে গান পরিবেশন করবেন। আর কনসার্টটিতে নাচ পরিবেশন করবেন মধুমিতা চক্রবর্তী, রুখমা রায় ও গীতশ্রী রায়।
এদিকে পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন শাহিদ শরিফ।
অনুষ্ঠানটি প্রযোজনা করার সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান শাহিদ শরিফ।
মন্তব্য চালু নেই