শিশু রাজন হত্যা : সর্বশেষ আসামি গ্রেফতার

পৈশাচিক নির্যাতনের মাধ্যমে সিলেটে ১৩ বছরের কিশোর সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের সর্বশেষ এজহারনামীয় আসামি আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে সিলেট সদর উপজেলার শেখপাড়া থেকে গ্রেফতার করা হয়।

নগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৮ জুলাই নগরীর কুমারগাঁও এলাকায় বর্বরোচিত নির্যাতনের মাধ্যমে সামিউলকে খুন করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। আলীসহ এ মামলায় মোট ৯ জন গ্রেফতার করা হয়েছে।



মন্তব্য চালু নেই