শিশু রাজন হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
সিলেটে শিশু রাজনের হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শহরের চৌমুহনা চত্বরে প্রগতিশীল ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এই মানববন্ধন করা হয়।
মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকতা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও উদীচীর সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক নিলিমেষ ঘোষ বলু, প্রদীপ নাহা, জাহাঙ্গীর চয়েচ ও মিটন দেবনাথ প্রমুখ।
বক্তারা এ ধরণের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য অবিলম্বে রাজন হত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানান।
মন্তব্য চালু নেই