শিশু মেসির যে ম্যাচ দেখেই তাকে দলে নেয় বার্সা
বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। বাঁ-পায়ের জাদুতে বদলে দিয়েছে পুরো ফুটবলবিশ্বের চালচিত্রই। তবে মেসির উত্থান একদিনে নয়। এক সময় হরমোনজনিত সমস্যার কারণে শারীরিক বৃদ্ধি ঠিকমতো হবে কি না সেটা নিয়েই ছিল ঘোর সংশয়।
স্থানীয় একটি ফুটবল ক্লাব, রিভার প্লেট, মেসিকে দলে নিতে আগ্রহী থাকলেও মাসে ৯০০ ডলারের চিকিৎসার ব্যয়ভার বহন করতে সম্মত ছিল না। এরই মধ্যে মেসি স্পেনের ফুটবল ক্লাব বার্সেলনায় পরীক্ষা দিয়ে শুধু উত্তীর্ণ হন তাই নয় বরং ক্রীড়া পরিচালক কার্লস রেক্সাচের মন জয় করে নেন।
সঙ্গে সঙ্গেই তিনি মেসির বাবাকে বলেন বার্সেলোনার সাথে চুক্তি করতে। হাতের কাছে কোনো কাগজ না থাকায় শেষ পর্যন্ত একটি ন্যাপকিনের টুকরায় সই হয় মেসির বাবার সাথে বার্সেলোনার চুক্তির।
এরপর থেকে মেসির দায়ভার পুরোটাই নিয়ে নেয় বার্সেলোনা। চিকিৎসা পেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে থাকে মেসি। একইসাথে বার্সেলোনার একাডেমি `লা মাসিয়া`তে আরও প্রশিক্ষণ পেয়ে ক্ষুরধার হয়ে উঠতে থাকেন। তার পরের কাহিনি তো সবারই জানা। অনেকের চোখেই তিনি এ সময়ের সেরা ফুটবলার
মন্তব্য চালু নেই