শিশু ধর্ষণে শাস্তি মৃত্যুদণ্ড, শরীরে বসবে ইলেক্ট্রনিক্স ডিভাইস

ইন্দোনেশিয়ায় শিশু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে দেশটিতে আইন সংশোধন করা হয়েছে।
১৪ বছরের এক শিশুকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় দেশটিতে তীব্র আন্দোলন ও বিক্ষোভ হয়। বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত আইনটি সংশোধন করলো দেশটির সরকার।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো বলেন, “দেশের শিশুদেরকে যৌন নির্যাতন ও সহিসংতা থেকে রক্ষা করতেই আইনে এই সংশোধন আনা হয়েছে”।

এর আগে দেশটিতে শিশু বা বয়স্ক যে কাউকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল ১৪ বছরের কারাদণ্ড। সংশোধিত আইন অনুযায়ী, শিশুদেরকে যৌন হয়রানির কারণে শাস্তি পেয়ে যারা মুক্ত হবেন, তাদের নজরদারিতে রাখতে শরীরে ইলেক্ট্রনিক্স ডিভাইস বসানো হবে।



মন্তব্য চালু নেই