‘শিশুদের বইয়ের বোঝা কমানো হবে’

শিশুদের বইয়ের বোঝা কমানোর হবে বলে জানিয়েছেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।
রোববার রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে ‘ন্যাশনাল আর্লি চাইল্ডহুড ডেভেলপম্যান্ট (ইসিডি) কনফারেন্স-২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিশুদের পাঠ্যসূচি শিগগিরই কমিয়ে আনা হবে জানিয়ে রাশেদা কে চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে ষষ্ঠ শ্রেণির সিলেবাসে অন্তর্ভুক্ত বিষয় সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।’
জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী ষষ্ঠ শ্রেণির পাঠ্যসূচিতে বিষয় রয়েছে মোট ১৩টি। আর বইয়ের সংখ্যা ১৬টি। ২০১৬ সালকে সামনে রেখে সরকার শিশু ও বাল্যবিবাহ এই দু’টি বিষয় সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখছে।
সম্মেলন আয়োজনে সাধুবাদ জানিয়ে বিশেষ অতিথি ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ লুইজি মাদভনো সিইসিসিডি বাস্তবায়নে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের চেয়ারপারসন মঞ্জুর আহমেদ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিকাশ কিশোর দাস।
মন্তব্য চালু নেই