শিশুকন্যাকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যা
ময়মনসিংহের ভালুকায় দেড় বছরের শিশু কন্যা রাবেয়াকে গলাকেটে হত্যার পর বাবা মো. জামিল (৩২) আত্মহত্যা করেছেন।
উপজেলার ডাকাতিয়া গ্রামে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ জানান, পারিবারিক কলহের জেরে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ বাবা-মেয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। কিছুক্ষণ পর লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডেকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।
মন্তব্য চালু নেই