শিশিরের শর্ত পূরণে সাকিব ব্যর্থ হলে কাঁদবে কলকাতা!
সাকিব আল হাসান আইপিএলে বেশ আগেই দ্যুতি ছড়িয়েছেন। আর হয়তো সে কারণেই কলকাতার মূল দৃষ্টি বাংলাদেশের এ ক্রিকেটারের দিকে। আইপিএল আসরের পরবর্তী লড়াইয়ে যেতে হলে শনিবার হয়তো রাজস্থানের বিরুদ্ধে জয়ের বিকল্প নেই কলকাতা নাইট রাইডার্সের। ব্যাট ও বল হাতে এ দিন সাকিবকে জ্বলে ওঠার তাগিটা স্বং তার স্ত্রীই তাকে দিলেন।
আনন্দবাজার পত্রিকার ভাষ্য, আজ জয় পাওয়া ও দলকে ফাইনালে ওঠার কথা সাকিবকে বলেছেন তার স্ত্রী শিশির। ভারতীয় মিডিয়ায় খবর প্রকাশিত হয় ভারত সফরের জন্য সাকিবকে ম্যাচ জয়ের শর্ত দিয়েছেন তিনি।
আজ সাকিবের স্ত্রীর শর্ত শাহরুখের সেনারা না রাখতে কলকাতা শিবিরকেই কাঁদতে হবে। হেরে গেলে আসর থেকে ছিটকে পড়বে কিনা বলা যায় না। তবে বাদ পড়ার সম্ভাবনাই থাকবে বেশি।
কলকাতার পয়েন্ট এখন ১৫। সেরা চারের তিন নম্বরে অবস্থান করছেন। কলকাতার নিচে অবস্থান করা ৩ টি দলের পয়েন্ট ১৪। কলকাতা শনিবারের লড়াইয়ে সেরা চার নিশ্চিত তাদের। অন্যথায় নয়।
অন্যদিকে ১৪ নিয়ে সম্ভাবনায় রাজস্থান সাকিবদের কাছে হেরে গেলেও ছিটকে পড়বে। জয়ের কোনো বিকল্প নেই তাদেরও। কঠিন লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
মন্তব্য চালু নেই