শিশিরের জন্য সাকিবের চমক (ভিডিও)
দুদিন আগে সুখবর নিশ্চিত করেছেন সাকিব আল হাসান। তাদের ঘরে আসছে নতুন অতিথি। আর শুক্রবার ইউটিউবে প্রকাশিত হয়েছে সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির অভিনীত দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর বাংলালিংকের একটি টিভিসি। এর আগে অবশ্য সাকিব অনেক বিজ্ঞাপনেই অভিনয় করেছেন। তবে এবারই প্রথম সস্ত্রীক বিজ্ঞাপনচিত্রে অভিনয় করলেন।
বিজ্ঞাপন চিত্রে দেখা যায়, শিশির ফুলগাছে পানি দিচ্ছেন। এমন সময় সাকিব পেছন থেকে এসে তাকে বাইরে যেতে অনুরোধ করে। পরে চোখ ধরে শিশিরকে বাইরে নিয়ে আসেন সাকিব। চোখ খুলেই দেখতে পান নতুন একটি গাড়ি। কিন্তু এই নতুন গাড়ি দেখে তেমন খুশি হন না শিশির। চলে যেতে উদ্যত হলে সাকিব হাত টেনে ধরেন শিশিরের। এরপর গাড়ির পেছনেই দেখানো হয় সুন্দর একটি সাইকেল। আর সেটা দেখে শিশির ভীষণ খুশি হন। জড়িয়ে ধরেন সাকিবকে। এরপর দুজন মিলে সেলফি তোলেন।
রোমান্টিক ঘরানার এই বিজ্ঞাপনচিত্রে বেশ ভালোই অভিনয় করেছে সাকিব-শিশির দম্পতি।
মন্তব্য চালু নেই