শিশিরের আনন্দের সংজ্ঞা

গত নয় নভেম্বরে প্রথম কন্যাসন্তান আলাইনা হাসান অব্রি পৃথিবীর আলো দেখার পর থেকে উম্মে আহমেদ শিশির আছেন সাত সমুদ্র তের নদীর ওপারে – আমেরিকাতে। এর মাঝে তার স্বামী সাকিব আল হাসান দুবাইয়ে গেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে। সেখান থেকে দেশে ফিরেছেন এশিয়া কাপ খেলতে।

এই সময়টা স্বামীর থেকে দূরেই ছিলেন শিশির। তবে সেই অপেক্ষার প্রহরটা খুব বেশি দীর্ঘ হল না। এর মাঝেই সন্তানকে নিয়ে চলে এলেন ঢাকায়। ঢাকায় এসে শিশির জানিয়েও দিলেন যে, স্বামীর পাশে থাকার চেয়ে আনন্দদায়ক আর কিছু হতে পারে না।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশির লিখেছেন, ‘আমার স্বামী, পৃথিবীর সবচেয়ে শক্ত মানুষ, যে সব সময় দৃঢ় থাকে, তার পাশে থাকাই হল আনন্দ।’



মন্তব্য চালু নেই