শিবির নেতার বক্তব্যে ২০ দলের সমাবেশ শুরু
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দেয়ার সরকারি উদ্যোগের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আয়োজিত সমাবেশ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হওয়া এ সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের শিক্ষা বিষয়ক সম্পাদক মোবারক হোসেন।
মোবারক হোসেন তার বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগ সারাদেশে ছাত্রশিবির ও জামায়াতে ইসলামের নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। এটি প্রতিরোধ করা হবে।’
মোবারক হোসেনের পরই বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত বলেন, ‘পূর্বে প্রধানমন্ত্রী ছাত্রলীগের দায়িত্ব কাঁধে নেননি। ছাত্রলীগ এখন অপকর্ম করে যাচ্ছে।’
ছাত্রলীগের ‘অপকর্মে’ প্রধানমন্ত্রী ‘প্রশ্রয়’ দিচ্ছেন বলেও অভিযোগ করেন এই শিবির নেতা।
আরাফাত বলেন, ‘ছাত্রলীগ বিভিন্ন ক্যাম্পাসে একের পর এক অরাজকতা চালাচ্ছে। অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাদের অস্ত্রের লাইসেন্স দেয়া হচ্ছে। ছাত্রশিবির সবাইকে নিয়ে এদের প্রতিহত করবে।’
‘সাঈদী, নিজামীসহ জামায়াতর নেতাদের কিছু হলে সারাদেশে আগুন জ্বলবে’ বলেও সমাবেশ থেকে হুমকি
দেন আরাফাত।
সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।
মন্তব্য চালু নেই