শিবিরের নতুন সভাপতি আতিক, সেক্রেটারি ইয়াসিন

ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি দেয়া হয়েছে। ২০১৬ সেশনের জন্য আতিকুর রহমান সভাপতি ও মুহাম্মদ ইয়াছিন আরাফাত সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অধিবেশনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ। এরপর কেন্দ্রীয় সভাপতি কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে ইয়াসিন আরাফাতকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।

এর আগে গত ২৭-২৯ ডিসেম্বর টানা তিনদিন সারাদেশ থেকে অনলাইনে সংগঠনের সদস্যরা ভোট দেন।

নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান সংগঠনের সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইয়াছিন আরাফাত এর আগে ঢাকা মহানগরীর পূর্বের সভাপতিসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।



মন্তব্য চালু নেই