শিবলিঙ্গ নিজে নিজেই দিনে ৩বার রঙ পাল্টায়?

আপনি কি শিবঠাকুরের খুব ভক্ত? নিজের যেকোনও ভালো কিছুর জন্য তাঁর উপরই ভরসা করে থাকেন? তাহলে নিশ্চয়ই অনেক শিবমন্দিরে গিয়েছেন এখন পর্যন্ত। কিন্তু কখনও কি দেখেছেন একই মন্দিরের একই শিবলিঙ্গ নিজে নিজেই সারাদিনে তিনবার তাঁর রঙ পাল্টায়?

অবাক হলেন? সে তো হওয়ারই কথা। কিন্তু এমন জিনিস আপনি অবশ্যই দেখতে পারবেন, যদি যান রাজস্থানে। সেখানকার মাউন্ট আবু মন্দিরে রয়েছে এমন অবাক করা শিবলিঙ্গ। যা সারাদিনে তিনবার তাঁর রঙ পাল্টায়।

এই মন্দিরের নাম অচলেশ্বর মহাদেবের মন্দির। যেটি রয়েছেই অচলেশ্বরে। এই মন্দিরের শিবলিঙ্গ সকাল বেলায় থাকে লাল রঙে। বিকেলের দিকে এই শিবলিঙ্গের রঙ নিজে নিজেই হয়ে যায় গেরুয়া রঙে। আর যেই অন্ধকার নেমে আসে এই শিবলিঙ্গের রঙ হয়ে যায় সাদাটে! লোকে বলে এই মন্দিরের শিবঠাকুরের কাছে অবিবাহিতরা তাঁদের বিয়ের জন্য প্রার্থনা করতে আসেন। আর সেই প্রর্থনার পর শিবঠাকুর ঠিক তাঁর মনোকামনা পূরণ করেন।



মন্তব্য চালু নেই