শিগগিরই শুরু হচ্ছে আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’
সমাজে একজন নারীর টিকে থাকার গল্প, সংগ্রামের গল্প নিয়ে দেশের মেধাবী নির্মাতা নুরুল আলম আতিক প্রথমবার নির্মাণ করেছিলেন ছবি ‘ডুবসাঁতার’। এবার তিনি নির্মাণ করতে চলেছেন বাংলাদেশের মুক্তির সংগ্রাম নিয়ে সরকারি অনুদানের ছবি ‘লাল মোরগের ঝুঁটি’। এরইমধ্যে শুরু হয়ে গেছে প্রাথমিক পর্যায়ের কাজ।
জানা গেছে, ‘ডুব সাঁতার’ নির্মাণের পর দীর্ঘ বিরতি নিয়ে সিনেমায় ফিরছেন বাংলাদেশের প্রখ্যাত নির্মাতা নুরুল আলম আতিক। সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটির নাম ‘লাল মোরগের ঝুঁটি’। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে ছবিটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। এরইমধ্যে প্রি-প্রোডাকশনের কাজ গুছিয়ে নেয়ার কাজ চলছে। শীঘ্রই দলেবলে ছবি নির্মাণের কাজে নেমে পরবেন বলে জানিয়েছেন নির্মাতা নুরুল আলম আতিক।
‘লাল মোরগের ঝুঁটি’র কাজ কবে নাগাদ কাজ শুরু হচ্ছে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘প্রাথমিক পর্যযায়ের কাজ চলছে। স্ক্রিপ্ট এবং প্রোডাকশন বিল্ডিং সবকিছু আমরা শুরু করেছি। মূলত ‘লাল মোরগের ঝুঁটি’ নিয়ে আমরা প্রাথমিক ধাপটা পাড়ি দিচ্ছি। তারপর কবে নাগাদ শ্যুটিং শুরু করবো, লোকেশন কোথায় হবে এবং কাস্টিং বিষয়েও ভাবনা চিন্তার বিষয় রয়েছে। তবে খুব সম্ভবত আগামী বছরের শুরুতে কাজে নেমে পড়তে পারবো। ’
মন্তব্য চালু নেই