শিগগিরই ছাদনাতলায় আনুস্কা-কোহলি

সংসার বাঁধতে ছাদনাতলা পর্যন্ত যাওয়ার স্বপ্ন দেখার কোনো আবহও এখনই ছিল না তার। তাই কনের সাজে পানপাতায় মুখ ঢেকে ছাদনাতলায় ঢোকার ভাবনাটুকুও এখন ভাবতেই হচ্ছে বলিউড তারকা আনুস্কা শর্মাকে। বর ক্রিকেট তারকাও এখন বিরাট ফর্মে।

বিরাট-আনুস্কার ‘বিশেষ’ সম্পর্ককে এবার আইনি স্বীকৃতি দেয়ার কথাই ভাবছে দুই পরিবার। আর ভাববেই না কেন- লোকজনের ‘আজেবাজে’ কথা কথাই বা শোনা যায়?

জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজর শুরুর আগেই মুম্বাইয়ে আনুস্কার পরিবারের কাছে গিয়ে কথা বলেছে বিরাট কোহলির পরিবার। সেটাই নিয়ম, ভারতবর্ষে ছেলের পরিবারকেই বিয়ের কথা নিয়ে যেতে হয় কনের বাড়িতে।

যদিও বিরাটের পরিবার সেটিকে বলছে, এমনিতেই তারা আনুস্কাদের বাড়িতে গিয়েছিলেন। সেখানে বিয়ের বিষয়ে কোনো কথা হয়নি।

হা হা হা, সেলিব্রেটিদের বিয়ের আগে পরিবারের পক্ষ থেকে এমন কথা সবাই বলে থাকে। আর বিয়ের পর বলে, সবাই একটু ব্যস্ত ছিল তাই কাজটা দ্রুতই সেরে ফেলতে হয়েছে!

এখন কথা যাই হোক না কেন, খুব শিগগিরই যে কোহলি-আনুস্কা ছাদনাতলায় বসছে তা অনেকটাই নিশ্চিত।

আনুস্কা-কোহলি



মন্তব্য চালু নেই