শিখে নিন, বিজয় কী বোর্ডে বাংলা লেখার কৌশল

এই তো বেশী দিন আগের কথা নয়, টাইপিং এ বিজয় কী বোর্ডে বেশ গতি ছিল আমার। ইন্টারনেট, ফেসবুক ও ব্লগিং করতে গিয়ে অভ্র দিয়ে লেখা লেখি শুরু করতে প্রায় ভুলেই গেছি বিজয় কী বোর্ডের লেখা লেখির কৌশল গুলি। কম্পিউটারে খুজতে খুজতে পেয়ে গেলাম সংরক্ষিত সেই কৌশল অবলম্বনের পন্থার ফাইলটি। যা দেখে দেখে আপনিও বিজয় কী বোর্ডের একজন ওস্তাদ টাইপিস্ট।

যারা বিজয়ে দক্ষ তারা ইচ্ছে করলেই পোস্টটি এড়িয়ে যেতে পারেন। যারা বিজয়ে ওস্তাদ হতে চান তারা জলদি করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। এই ফাইলটিতে পাবেন বিজয় কী বোর্ডের বাংলায় কঠিন কঠিন শব্দ গুলি লেখার কৌশল গুলি।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

লিখেছেন: মোঃ জাকির হোসেন



মন্তব্য চালু নেই