শিক্ষকের সামনে যে কাজগুলো করতে নেই
শিক্ষক আমাদের মানুষ হিসাবে গড়ে তোলার কারিগর। মা-বাবার পর সবচেয়ে সম্মানীয় ব্যক্তি হচ্ছেন শিক্ষক। শিক্ষকের সামনে বিভিন্ন কারনে আপনাকে যেতে হতে পারে। তবে শিক্ষক সামনে থাকা অবস্থায় বেশ কিছু কাজ আপনার সম্পর্কে শিক্ষকের মনে ভুল ধারণা জন্মানোর কারণ হতে পারে। এই ব্যাপারগুলো নিয়ে সবসময় আমাদের সচেতন হয়ে থাকা উচিৎ।
-শিক্ষকের সাথে বিনয়ের সঙ্গে কথা বলুন। শিক্ষক ভুল কিছু বললে মুখের উপর ভুল ধরিয়ে না দিয়ে বিনয়ের সঙ্গে বোঝানোর চেষ্টা করুন যে তিনি ভুল বলেছেন।
-শার্ট পরলে শার্টের হাতা গুটিয়ে রাখবেন না, শার্টের বোতাম একটার বেশী খোলা রাখবেন না এবং টি শার্ট পরলে কলার উঠিয়ে রাখবেন না। এই কাজগুলোকে অভদ্রতার লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়।
-কখনও শিক্ষকের টেবিল বা ডেস্কে হাত ঠেসে দাঁড়াবেন না। যতটা সম্ভব সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন।
-শিক্ষককে হাত দিয়ে কিছু দেখানোর প্রয়োজন হলে অবশ্যই ডান হাত ব্যবহার করবেন।
-অহেতুক হাসাহাসি বা হাত পা নাড়াবেন না। শিক্ষকের মনে এই কাজগুলো নেতিবাচক প্রভাব ফেলে।
-“আরে ধুর”, “বাদ দেন তো”, “বলসিলাম কি”… এই ধরনের বন্ধুসুলভ কথাগুলো কখনও শিক্ষকের সাথে ব্যবহার করবেন না।
-শিক্ষকের সামনে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটা, কান-নাক চুলকানো, হাতের আঙুল ফোটানোর মত কাজগুলো করবেন না।
-শিক্ষকের কক্ষ থেকে বের হবার সময় বা কথোপকথন শেষ হলে সালাম বা ধন্যবাদ সূচক কিছু বলতে ভুলবেন না।
শিক্ষক আমাদের অভিভাবকের মত। তারা খুবই সম্মানীয় ব্যাক্তি। তাদের সম্মান দেয়াটা খুব বেশী জরুরী এই কথাটি ভুলে যাবেন না কখনোই।
মন্তব্য চালু নেই