শিক্ষকদের আন্দোলনে পূর্ণ সমর্থন রয়েছে বিএনপির
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।
আজ বুধবার বেলা দুপুরে মহিলা দলের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুস্পার্ঘ্য অর্পন শেষে এ কথা জানান তিনি।
তিনি বলেন, অষ্টম বেতন কাঠামো পুনর্বিবেচনা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেল ও মর্যাদা বৃদ্ধিসহ চার দফা দাবিতে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন করছে, এতে বিএনপির পূর্ন সমর্থন রয়েছে।
এ সময় শিক্ষকদের জন্য সমান সুযোগ দিয়ে ভিন্ন বেতন স্কেল ঘোষণার দাবি জানান বিএনপির এ প্রবীন নেতা।
আ স ম হান্নান শাহ বলেন, বর্তমান সরকার নির্বাচিত নয়। তারা অনৈতিক ভাবে ক্ষমতা দখল করে আছে। এ সরকার যে নতুন পে স্কেল ঘোষণা করেছে তাও অবৈধ। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদ অনেক সময়ে আজে বাজে কথা বলেন। আজে বাজে কথা না বলে সকলের জন্য সমান সুযোগসহ একটা আলাদা পে স্কেল গঠন করুন।
তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে সমমনা সকল রাজনৈতিক দলগুলো নিয়ে আন্দোলন করে অতি শ্রঘ্রীই সরকারের পতন ঘটানো হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নূরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা সহ মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই