শাড়ির সঙ্গে ফ্যাশনেবল ব্লাউজ
শাড়ি পছন্দ করে না এমন বাঙ্গালী নারী মনে হয় পুরো পৃথিবীতেও খুজে পাওয়া যাবে না। শাড়ি বাঙ্গালীর নারীর শরীর আর মনের সঙ্গে বুঝি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আর শাড়ি মানেই সঙ্গে ছোট্ট একটি জামা – ব্লাউজ। শাড়ি সাদামাটা হোক আর জমকালো, তার সঙ্গে ব্লাউজটি হতে হবে অবশ্যই বৈচিত্র্যময়৷
আগে শাড়ির সঙ্গে সেম কালারের ব্লাউজই মানুষ পরতো। এখন কিন্তু যুগ বদলেছে। শাড়ির সঙ্গে কন্ট্রাস্ট ব্লাউজই এখন সবচেয়ে বেশি ট্রেন্ডি ৷ পেছনে কাটা, হাই নেক, বোট নেক, সামনে ও পেছনে ভি আকৃতির কাট- ই এখন নতুন ট্রেন্ড৷ স্লিভলেস ও কনুই পর্যন্ত হাতার পাশাপাশি থ্রি কোয়াটার ব্লাউজ এখন ফ্যশন-ইন ৷
সুতি বা তাঁতের শাড়ির সঙ্গে ভিন্ন রঙের টাইডাই, কাঁথাস্টিচ, প্যাঁচওয়ার্কের কাজ করা ব্লাউজ পড়তে পারেন৷ থাকতে পারে পাইপিংও ৷ আর পার্টিতে অ্যান্ডি সিল্ক, দোপিয়ান বা কাতান কাপড়ে লেস বসানো অথবা কাজ করা ব্লাউজ পরা যেতে পারে৷ স্লিম ফিগার হলে নেট বা মসলিন শাড়ির সঙ্গে কোমর পর্যন্ত ব্লাউজ বেশ লাগবে ৷
অন্যদিকে শাড়ি জমকালো হলে ব্লাউজের নকশা ছিমছাম রাখুন ৷ স্টোন দিয়ে তৈরী ব্লাউজও কিন্তু এখন বাজার মাতাচ্ছে।
মন্তব্য চালু নেই