শাহ আমানতে হেলিকপ্টার বিধ্বস্ত, ফ্লাইট উঠানামা বন্ধ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে বিমানবন্দরের ফ্লাইট উঠানামা বন্ধ হয়ে গেছে।

বুধবার সকাল সোয়া ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হেলিকপ্টারের তিন আরোহী আহত হয়েছেন।

আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) তথ্য কর্মকর্তা ওয়াজির উদ্দিন হেলিকপ্টার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়ভাবে হেলিকপ্টার দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলটসহ তিনজন আহত হওয়ার সত্যতা জানা গেছে। আহতদের চট্টগ্রামে সিএমএইচ-এ নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের অবস্থানরত নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ইমিগ্রেশন) তারেক আহাম্মদ ঘটনা নিশ্চিত করে জানান, সোয়া ১১টার দিকে বিমানবন্দরের রানওয়েতে বিমান বাহিনীর হেলিক্টারটি বিধ্বস্ত হয়। এর পর থেকে চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়।

ফায়ার সার্ভিস, পুলিশ, বিমান বাহিনী এবং বিমানবন্দরের কর্মকর্তারা দ্রুত সময়ে বিধ্বস্ত হেলিকপ্টার সরিয়ে নিয়ে বিমান ওঠানামা স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই