শাহিদ কাপুরের বিয়ের কার্ড প্রকাশ

ভারতীয় অভিনেতা শাহিদ কাপুরের বিয়ে কার্ড প্রকাশ করা হয়েছে। কার্ডের তথ্য অনুযায়ী, ৭ জুলাই দিল্লীর মেয়ে মিরা রাজপুতের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন জনপ্রিয় এই অভিনেতা।

পুত্র শাহিদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তার আপন মা অভিনেত্রী নীলিমা আজিম। আরো থাকবেন সত্ মা সুপ্রিয়া পাঠক এবং বন্দনা সানজানি। শাহিদের মা নীলিমার সঙ্গে বিচ্ছেদের পর বাবা পঙ্কজ কাপুর বিয়ে করেন অভিনেত্রী সুপ্রিয়া পাঠককে। আর বন্দনা হলেন- শাহিদের মা নীলিমার সাবেক স্বামী রাজেশ খাত্তারের বর্তমান স্ত্রী। থাকবেন সাবেক প্রেমিকারাও

কারিনা কাপুর খান থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া- শাহিদ কাপুরের বিয়েতে আমন্ত্রিত হয়েছেন তার সব সাবেক প্রেমিকাই। নিজের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে কারিনা কাপুর খান, বিদ্যা বালান, প্রিয়াঙ্কা চোপড়া এবং সোনাকশি সিনহাকে নিজে দাওয়াত দিয়েছেন শাহিদ। কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙার পর অনেক নায়িকার সঙ্গেই জুড়েছে শাহিদের নাম। কিসমাত কানেকশন সিনেমায় অভিনয়ের পর বিদ্যা বালানের সঙ্গে শাহিদের প্রেমের গুজব শোনা যায়। এমনটাও শোনা যাচ্ছিল কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙার পেছনে বিদ্যার সঙ্গে ঘনিষ্টতাও ছিল একটা কারণ।



মন্তব্য চালু নেই