‘শাহিদের মেয়ের ছবি’ ইন্টারেনেটে ভাইরাল!
বাবা হলেন শাহিদ কাপুর। শুক্রবার রাতে এক কন্যা সন্তানের জন্ম দেন মীরা রাজপুত। টুইটারে মেয়ের জন্মের খবর জানান শাহিদ নিজেই। এর কিছুক্ষণের মধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় এক সদ্যোজাত কোলে মীরার ছবি। গত বছর জুলাইতে মীরা রাজপুতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শাহিদ।
সোশ্যাল মিডিয়ায় বারবার ট্রেন্ডিং হয়েছে স্ত্রীর প্রতি শাহিদের অনুরাগ। মীরার প্রেগন্যান্সির খবর সামনে আসতেই খুশি যেন আরও বাঁধ ভাঙে। সেপ্টেম্বরের মাঝামাঝি ছিল মীরার ডেলিভারি ডেট। এই মুহূর্তে তাই কাজ থেকে ব্রেকও নিয়েছিলেন শাহিদ। তবে কয়েকদিন আগেই অর্থাৎ ২৬ অগাস্ট আসে সেই খুশির খবর।
পরে অবশ্য জানা যায়, এই ছবি শাহিদের মেয়ের নয়। শাহিদের মেয়েকে দেখার জন্য ফ্যানদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে। নতুন সদস্যের আগমনে গোটা বি টাউনেই এখন খুশির মেজাজ। -জি নিউজ
মন্তব্য চালু নেই