শাহাদাতকে তৃতীয় বানালেন ফিন

দুর্ভাগা স্টুয়ার্ট ফিন! শুক্রবার হ্যামিল্টনের ২২ গজে ব্রেন্ডন ম্যাককুলাম ও মার্টিন গাপটিলের হাতে কী মারটাই না খেলেন ইংলিশ পেসার। দুই ওভার বল করে উইকেট শূন্য থেকে দিলেন ৪৯ রান। ইকোনমি ২৪.৫০। গড় বিবেচনায় যা সবচেয়ে খরুচে বোলিংয়ের সেরা নজির। এর আগে এই কীর্তি ছিল ওয়েস্ট ইন্ডিজের পেসার রবি রামপালের। ২০১৪ সালের প্রথম দিনে ক্যারিবিয় বোলারের ওপর তাণ্ডব চালিয়েছিলেন নিউজিল্যান্ডেরই আরেক ক্রিকেটার কোরি অ্যান্ডারসন।??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? ফলে এখন দুই নম্বর স্থানে চলে গেলেন রামপাল। আর তিন নাম্বারে বাংলাদেশের শাহাদাত হোসেন। ২০০৭ সালের ডিসেম্বরে এই নিউজিল্যান্ডের মাটিতেই দুই ওভার বল করে ৩৮ রান দিয়েছিল টাইগার পেসার। ইকোনমি ১৯। কাকতালীয় হলো তিনটি ক্ষেত্রেই নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের আক্রোশের শিকার হয়েছেন প্রতিপক্ষের বোলাররা। আর তিনটি ক্ষেত্রেই ভেন্যুর অবস্থান নিউজিল্যান্ডেই। এদিন ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে দুই ওভারের বোলিংয়ের সময় ফিনের বল স্কোরলাইন ছিল ৬-৪-০-৪-৬-০-৪-১-৬-৬-৬-৬। ম্যাককুলাম ইংলিশ পেসারের ১০টি বল মোকাবেলা করে ৪৪ রান নেন। আর গাপটিল দুই বল মোকাবেলা করে নেন ৫ রান। প্রসঙ্গত, ফিন-রামপাল-শাহাদাতের পর ইকোনমি বিচারে খরুচে বোলিংয়ের তালিকায় সেরা পাঁচের বাকি দুই সদস্য জিম্বাবুয়ের এলটন চিগম্বুরা ও আয়ারল্যান্ডের জন মুনি।



মন্তব্য চালু নেই