‘শাহরুখ যৌনকর্মী’ মন্তব্য কাশ্মীরার

‘অখিল ভারত হিন্দু মহাসভা’ নামক একটি সংগঠন সম্প্রতি বলিউডের আইটেম গার্লদের যৌনকর্মীর আখ্যা দিয়েছে। সিনেমার আইটেম গার্লদের নিয়ে এ মন্তব্যে বেশ বিতর্ক তৈরি হয়েছে।

নারীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য কাজ করছি- এ রকম দাবি করে হিন্দুত্ববাদী দলটির সাধারণ সম্পাদক নবীন ত্যাগি ঘোষণা দেন, সব আইটেম গার্ল ও হিরোইন (যারা খুব স্বল্প পোশাক পরে) সবাই যৌনকর্মী। এখন থেকে আইটেম গানে যারা পারফর্ম করবেন, তাকে যৌনকর্মী হিসেবে বিবেচনা করা হবে।

এবার এই বিষয়ে মুখ খুলেছেন বলিউডের অন্যতম আইটেম গার্ল কাশ্মীরা শাহ। এক সংবাদমাধ্যমে দেওয়া এই সম্পর্কিত প্রশ্নের উত্তরে কাশ্মীরা জানিয়েছেন, ‘অনেক মেয়েই আছে যারা যৌনবৃত্তি করেন। এদের মধ্যে বেশির ভাগ মহিলারাই পরিস্থিতির স্বীকার। কেউ কেউ আছেন যাদের জোর-জবরদস্তি এই পেশায় ঠেলে দেওয়া হয়েছে। আবার এমন অনেকেই আছেন যারা পেটের টানে পেশা হিসাবে বেছে নিয়েছেন যৌনবৃত্তিকে।’

তিনি আরও বলেন, ‘কীভাবে কেউ আইটেম গার্লদের যৌনকর্মী বলতে পারেন? আইটেম নম্বর তো আসলে ডান্স নম্বর আর ডান্স তো আমাদের সংস্কৃতি। তাহলে মেনকা, ঊর্বশীদের কী বলবেন এরা? তাছাড়া আজকাল নায়করাও আইটেম নম্বর করছেন। এই তো শাহরুখ খানই আইটেম নেচেছেন, তাহলে ওনাদের কথা অনুসারে শাহরুখ যৌনকর্মী!’



মন্তব্য চালু নেই