শাহরুখ-গৌরির যে রোমান্টিক ছবিগুলো সকল ভক্তের দেখে রাখা উচিত !

শাহরুখ খানের ফ্যান? তাহলে নিঃসন্দেহে আপনি শাহরুখ পত্নী গৌরি খানকেও চেনেন আর শাহরুখ-গৌরির মিষ্টি প্রেম কাহিনীর আদ্যোপান্তও জানেন। শাহরুখ খান সেই অল্প কজন তারকাদের মাঝে একজন, যার ক্যারিয়ারে তেমন কোন স্ক্যানডাল নেই।

অন্য তারকারা যেখানে প্রেম, বিয়ে আর গুঞ্জনের স্রোতে গা ভাসিয়ে দেন শাহরুখ সেখানে এক গৌরি ও পরিবারকে নিয়েই দিব্যি সুখে আছেন।

ভক্তদের জন্য আজ রইলো এই শাহরুখ-গৌরি দম্পতির ভীষণ রোমান্টিক কিছু ছবি। এই অ্যালবামে বিশেষভাবে স্থান পেয়ে শাহরুখ-গৌরির অল্প বয়সের দারুণ কিছু ফটোগ্রাফ, তাঁদের বিয়ের কিছু মিষ্টি ছবি।

শাহরুখের ভক্ত হয়ে থাকলে এই ছবিগুলো আপনার অবশ্যই দেখে রাখা উচিত, প্রিয় তারকাকে অনেকটাই জেনে নিতে পারবেন! চলুন তবে দেখে নিই।

00011 00010 0009 0008 0007 0006 0005 0004 0003 0002

ছবি- দৈনিক ভাস্কর পত্রিকা



মন্তব্য চালু নেই