শাহরুখ খান এবার গ্লোবাল আইকন
এমনিতেই তাঁর ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে একটা উন্মাদনা থাকেই ভক্তদের মধ্যে| যাঁরা ভক্ত নন, তাঁরাও অবশ্য কেউ শাহরুখ খানের ফ্যাশন স্টেটমেন্টের নিন্দা করতে পারেন না| সেই জো কাউকে দেন না বলিউডের বাদশা| অন্যদিকে, গ্লোবাল তারা তো তিনি বটেই| আলাদা করে তকমা দেওয়ার তেমন দরকারও ছিল না|
কিন্তু, তার পরেও ফিল্মফেয়ারের পক্ষ থেকে এ বছরের গ্লোবাল আইকন হিসেবে পুরস্কার পেলেন শাহরুখ খান| সমাদৃত হলেন তাঁর ফ্যাশন স্টেটমেন্টের জন্যও| শাহরুখের হাতে ফিল্মফেয়ারের তরফ থেকে এই পুরস্কার তুলে দিলেন রেখা|
শাহরুখের প্রতিক্রিয়া?
পুরস্কার পেলে কার না ভাল লাগে! তাঁরও লেগেছে, ব্যস!
সূত্র: সংবাদ প্রতিদিন
মন্তব্য চালু নেই