শাহরুখ খানকে নোটিস কোর্টের
শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরীকে নোটিস পাঠাল বম্বে হাইকোর্ট। বর্ষা দেশপাণ্ডে নামে এক সমাজকর্মীর অভিযোগ, শাহরুখরা তৃতীয় সন্তান আব্রামের জন্মের আগেই ভ্রূণের লিঙ্গ নির্ধারণ পরীক্ষা করিয়েছিলেন। এই সংক্রান্ত সব কাগজপত্র দেখতে চান বর্ষা। ম্যাজিস্ট্রেটের আদালত তাঁর আর্জি খারিজ করে দেওয়ায় বর্ষা হাইকোর্টে আবেদন জানান। সেই সূত্রেই হাইকোর্ট নোটিস পাঠায় তারকা-দম্পতিকে।