শাহরুখের দামি সেলফি

সেলফি তোলায় মগ্ন সারা বিশ্ব। পিছিয়ে নেই তারকারাও। সেখানে বলিউডের কিং খান শাহরুখই বাদ যাবেন কেন। তিনি সেলফি তোলায় নতুন নন। এর আগেও নিজে সেলফি তুলে টুইটারে পোস্ট করেছেন। তবে গতকাল আরেকটি সেলফি তিনি পোস্ট করেছেন। যে সেলফিতে দেখা যাচ্ছে ভারতের একনম্বর শিল্পপতি মুকেশ আম্বানিকে। শুধু তাই নয় তার আরেকটি সেলফিতে রয়েছেন নিতু আম্বানি, ছিলেন আম্বানি দম্পতির দুই ছেলে, এক মেয়ে এবং প্রখ্যাত সংগীতব্যক্তিত্ব এ আর রহমান।

গতকাল মুকেশ আম্বানির জন্মদিনে তার মোবাইল অপারেটর রিলায়েন্স জিয়ো বহুল প্রত্যাশিত ফোর-জি সেবার ঘোষণা দিয়েছেন। আর সেই অনুষ্ঠানেই সেলফি তুলেন বলিউড বাদশাহ।

এত এত নামি-দামি মানুষের ভিড়ে এটা যে দামি সেলফি তা নিঃসন্দেহে বলা যায়।



মন্তব্য চালু নেই