শাহরুখের ছেলে আব্রামের খেলার সঙ্গী রোহিত

একের পর একের উপহার দিয়ে শাহরুখ খানকে খুশি করে চলেছেন পরিচালক রোহিত শেঠি। তবে এবার পালা শাহরুখের ছেলে আব্রামের।

আব্রামের সঙ্গে খেলায় মেতেছেন ‘দিলওয়ালে’ পরিচালক। আর সেই খেলায় পাশে দাঁড়িয়ে দেখছেন বাদশা। না শুধু দেখলেন না, মুহূর্তটা বন্দিও করে নিয়েছেন মোবাইলের ক্যামেরায়। সম্প্রতি রোহিত-আব্রামের সেই খুশির সময়টা ট্যুইটার ওয়ালে পোস্ট করেছেন শাহরুখ।

ছেলের খুব পছন্দ গাড়ি। তাই হায়দরাবাদ থেকে ‘দিলওয়ালে’ শুটিং সেরে বাড়ি ফেরার পথে ছেলের জন্য হলুদ রঙের একটি গাড়ি কিনে নিয়ে যান শাহরুখ। সেই গাড়ি চড়েই খেলায় মেতেছে রোহিত-আব্রাম।



মন্তব্য চালু নেই