শাহরুখপুত্র পুচকে আব্রামের গার্লফ্রেন্ড! কে সে?

বলিউড বাদশা শাহরুখ খানের পুচকে ছেলে আব্রাম। এখনই সে জনপ্রিয়তার দিক দিয়ে তার বাবাকে ছাড়িয়ে গেছেন। সোশ্যাল মিডিয়ায় আব্রামের কোন কথা প্রকাশ হওয়া মানেই তাই রীতিমতো ভাইরাল হয়ে যায়। এবার ভাইরাল হল তার গার্লফ্রেন্ডের খবরে!

ভাবছেন পুচকে এই ছেলের আবার গার্লফ্রেন্ড! কেন? থাকতে নেই বুঝি? হ্যাঁ, আব্রামের গার্লফ্রেন্ড আর আব্রামের একটি ছবি ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়। যা নিয়ে সবার মাঝে চলছে মজার মজার আলোচনা। কিন্তু কে সে?

দীর্ঘ সময় ধরে অনস্ক্রিনে তাবড় সুন্দরীরা শাহরুখের বক্ষলগ্না। পর্দার বাইরেও নারী মহলের সঙ্গে বাদশার দারুণ দোস্তি। এবার সেই পথেই হাঁটতে শুরু করছে চার বছরের ছোট্ট আব্রামও।

একদিকে যখন দাদা আরিয়ান থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছে সে সময় মুম্বাইতে আব্রামকে দেখা গেল কুল মেজাজে। সঙ্গী এক গার্লফ্রেন্ড! তার সঙ্গে খেলার শেষে সানগ্লাস পরে আবার পোজও দিল ছোট খান। তবে কে সে? তার পরিচয় এখনও ঠিক জানা যায়নি।



মন্তব্য চালু নেই