শাহরুখকে কাটরিনার ‘না’

বলিউডে খানদের আগেই দখল করে নিয়েছেন সুপারস্টার কাটরিনা কাইফ। গ্ল্যামার আর অভিনয়গুণে এরই মধ্যে নজর কেড়েছেনও সবার।

আমির, সালমান এমনকি শাহরুখ খান সবার সঙ্গেই কাজ করে এখন শীর্ষস্থানীয় তারকা হিসেবেই গণ্য কাটরিনা। তবে তার বেড়ে ওঠার পেছনের সব অবদান তাদেরই। কিন্তু বিষয়টি যেন ভুলেই চলেছেন কাটরিনা। একের পর এক হিট ছবিতে অভিনয় করে তারকা খ্যাতি পেয়ে যেন খানদের আর পাত্তাই দিচ্ছেন না। সেটা প্রথম প্রমাণ পাওয়া যায় যখন সালমানের হাত ধরে বলিউডে আসলেন। প্রেম করে আবার সরেও গেলেন। এখানেই বোঝা গেছে কতটা অকৃতজ্ঞ হতে পারেন কাটরিনা।

সেসব কথা তো পুরনো। নতুন খবর হলো, সালমানের পর এবার শাহরুখকে ফেরালেন কাটরিনা। তবে কোন প্রেমের প্রস্তাব নয়। সম্প্রতি শুটিং শুরু হওয়া ‘রাইজ’ ছবির আইটেম গানে পারফরম করার জন্য কাটরিনাকে প্রস্তাব দেন নির্মাতা রাহুল ধোলাকিয়া। তবে ছবির নায়ক শাহরুখের ব্যক্তিগত আগ্রহেই নাকি তাকে এ প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু কিছু না ভেবেই একবাক্যে ফিরিয়ে দিলেন তিনি।

বিষয়টি জানাজানি হতেই চারদিকে হৈ চৈ পড়ে যায়। কি এমন হলো যে শাহরুখকে না করলেন কাটরিনা? জানা গেছে, গানটিতে পারফরম করার জন্য কাটরিনাকে যে পরিমাণ অর্থের প্রস্তাব দেয়া হয় সেটা তার পছন্দ হয়নি। তাই প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন এ সুপারস্টার। এদিকে ভিন্ন একটি সূত্রে জানা যায়, খানদের সঙ্গে পর্দায় কাজ করার ব্যাপারে রণবীরের আপত্তির কারণেই কাটরিনা প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন।

কিন্তু এক সাক্ষাৎকারে এ বিষয়ে কাটরিনা বলেছেন, এ বছরে বিভিন্ন ছবিতে অভিনয় নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকবেন। আর তাই নতুন কোন কাজে হাত দিতে চান না বলেই শাহরুখের প্রস্তাবটি ফেরাতে বাধ্য হয়েছেন তিনি।



মন্তব্য চালু নেই