শাহজাদপুরে ফেনসিডিলসহ ২ ইউপি সদস্য আটক
সিরাজগঞ্জের শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের দুই সদস্যকে ফেনসিডিলসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার গভীর রাতে উপজেলার কায়েমপুর গ্রামে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
আটকরা হলেন- কায়েমপুর ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার মো. সায়েম প্রামাণিক (৫২) ও একই ইউপির ৮নং ওয়ার্ডের মেম্বর আ. সিদ্দিক বিশ্বাস (৪০)।
র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মো. হাসিবুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কায়েমপুর গ্রামের মমতাজ প্রামাণিকের বাড়ির সামনে থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ সায়েম প্রামাণিক ও ২১ বোতল ফেনসিডিলসহ সিদ্দিক বিশ্বাসকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মন্তব্য চালু নেই