শাহজাদপুরে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা
সিরাজুল ইসলাম শশির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় কোরবান আলী (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাপপুর শায়েস্তাবাদ স্কুলের কাছে এ হত্যাকাণ্ড ঘটে।
কোরবান আলী কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের সড়াতৈল গ্রামের আবদুজ আজিজের ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, রাতে নিকটস্থ কাশিনাথপুর বাজার থেকে সড়াতৈলের নিজ বাড়ি ফিরছিলেন কোরবান। পথে শায়েস্তাবাদ স্কুলের পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এখন মরদেহ থানা হেফাজতে আছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানান ওসি।
মন্তব্য চালু নেই