শাস্তি পেতে পারেন লাভেজ্জি

দক্ষিণ আমেরিকার আক্রমণ জুটি এজকুয়েল লাভেজ্জি ও এডিনসন কাভানি তাদের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) তরফ থেকে শাস্তি পেতে পারেন। নির্ধারিত সময়ে দলের অনুশীলন শিবিরে যোগ না দেয়ায় কোচের অগ্নিদৃষ্টির সম্মুখে তারা।

দলের শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোয় আর্জেন্টাইন ফুটবলার লাভেজ্জি ও উরুগুয়ান স্ট্রাইকার কাভানির নিকট থেকে ব্যাখ্যা চেয়েছেন পিএসজি কোচ লরা ব্লা। তবে মজার বিষয় হলো এই দুই তারকাই জানুয়ারির দলবদলে ফ্রান্সের রাজধানী ছাড়ার চিন্তা-ভাবনা করছে।

গেল মঙ্গলবার মরক্কোয় ইন্টার মিলানের বিপক্ষে ১-০ গোলের জয়ে ম্যাচেও দলে ছিলেন না লাভেজ্জি-কাভানি জোড়। যারা শুক্রবার নববর্ষের পর দলের প্রথম অনুশীলন সেশনে অংশগ্রহণ করেননি। প্রসঙ্গত, দুই লাতিন ফুটবলারই বুয়েন্স আয়ার্স থেকে বিমানে করে শুক্রবারে প্যারিসে পৌঁছান।



মন্তব্য চালু নেই