শাস্তি আমি আইভীকে দেবোই : শামীম ওসমান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে ‘শাস্তি’ দেয়ার ঘোষণা দিয়েছেন নগর আওয়ামী লীগের আলোচিত নেতা শামীম ওসমান। তিনি বলেন, এই শাস্তি তিনি দেবেন ২২ ডিসেম্বর ভোটে আইভীর জয়ের পর। তবে এই শাস্তি কোনো যন্ত্রণাদায়ক হবে না। তিনি আইভীর কাছ থেকে আইসক্রিম খাবেন মাত্র।
বিকালে নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে শামীম ওসমান এই কথা বলেন। নারায়ণগঞ্জে আইভী ও শামীম ওসমানের মধ্যে বিভেদ দীর্ঘদিনের। এ নিয়ে নানা সময় অনেক সংবাদ প্রকাশ হচ্ছে গণমাধ্যমে।
দুই নেতাই নানা সময় একে অন্যকে আক্রমণ করে কথা বলেছেন। এ জন্যই আইভীকে শাস্তি দেয়ার কথা জানান শামীম ওসমান। তিনি বলেন, ‘নির্বাচনের পর আমি নেত্রীর কাছে যাবো, তাকেও নিয়ে যাবো, আপনাদেরকেও (গণমাধ্যমকর্মী) ডাকবো। আমি আইসক্রিম খেতে খুব পছন্দ করি। তাকে বলবো আমাকে আইসক্রিম খাওয়াতে। এটাই তার শাস্তি।’
আইভীর সঙ্গে অতীতে নানা বিভেদ ও একে অপরকে আক্রমণ করে নানা কথা বলার বিষয়টি স্পষ্ট করেন শামীম ওসমান। তিনি বলেন, ‘একটা পরিবারে তিনটা ভাই বোন তাকলেও ঝগড়া হয়ই। শেখ হাসিনার পরিবার তো দুই কোটি কর্মীর। সেখানে ঝগড়া তো হবেই। তবে আমরা ক্ষুদ্র স্বার্থ পরিত্যাগ করে বৃহৎ স্বার্থে কাজ করবো।’
শামীম ওসমান বলেন, হ্যাঁ, আইভী এক সময় আমার বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু আমি বলি নাই? ও যা বলেছে, আমি তো তোর চেয়ে বেশি বলেছি। ’তিনি বলেন, ‘আমরা ভাই বোন ছিলাম, ভাই বোন আছি।’
শামীম ওসমান এরপর আবার বলেন, ‘আইভীর প্রতি আমার কোনো রাগ, দুঃখ কিছু নেই। কারণ, সে আমার ছোট বোন। তার ওপর আমার নেত্রী আমার আদর্শ, আমার মা শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন, তার বাইরে যাওয়ার কোনো চিন্তা, সুযোগ কিছুই আমার নেই।’
কোনো ধরনের রাগ-বিরাগ না থাকলেও এখনও আইভীর পক্ষে কেন নির্বাচনী প্রচারে নামেননি-এমন এক প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ‘কাল (শনিবার) থেকে দেখবেন নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচার কাকে বলে।’ তিনি পরে আবার বলেন, ‘যদি আমি শামীম ওসমান নাও নামি, যদি আইভী নিজেও না নামে, তারপরও নারায়ণগঞ্জে নৌকার জয় কেউ ঠেকাতে পারবে না।’
শামীম ওসমান জানান, তাদের মধ্যে অতীতের নানা ঘটনার সুযোগ নিতে চেয়েছিল বিএনপি। কিন্তু তারা সফল হননি। শামীম ওসমান বলেন, “বিএনপির নেতারাও আমার সঙ্গে যোগাযোগ করেছেন, বলেছেন, ‘আইভী আপনার বাবাকে নিয়ে কথা বলেছেন, মাকে নিয়ে কথা বলছেন, আপনি কিছু বলবেন না?’ আমি তাদের বলেছি, সহানুভূতি দেখিয়েছেন, ধন্যবাদ। আমরা কিন্তু রাজনীতি করি, রাজনীতি করে উঠে এসেছি, আমরা বুঝি আপনারা কী চান।’
মন্তব্য চালু নেই