শাস্তির বিপক্ষে আপিল করবেন মেসি
বুধবার কর ফাঁকি মামলায় বার্সেলোনার একটি আদালত ২১ মাসের কারাদণ্ড দিয়েছে আর্জেন্টিনা এবং বার্সেলোনার ফুটবলার লিওনেল মেসিকে। পাশাপাশি ২০ লাখ ইউরো জরিমানাও করা হয় তাকে। একই সঙ্গে তার বাবা হোর্হে মেসিকে ২১ মাসের কারাদণ্ড ও ১৫ লাখ ইউরো জরিমানা করা হয়। তবে এ শাস্তির বিপক্ষে আপিল করবেন এ ফুটবল জাদুকর।
সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির আইনজীবী বলেন, ‘এ রায় সঠিক নয়, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। আর তা প্রমাণ করতে আমরা এর বিপক্ষে আপিল করবো।’
এ মামলায় নিজেদের জয়ের আশাবাদ করে আইনজীবী আরও বলেন, ‘আমাদের এ মামলায় জয় পাওয়ার ভালো সম্ভবনা রয়েছে।’
এদিকে মামলার রায়ের পররই বার্সেলোনার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মেসির পাশে আছে ক্লাব। যেদিন থেকে মেসি ও তার বাবার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে সেদিন থেকেই দুইজনেই এর বিরোধিতা করে আসছেন।
মন্তব্য চালু নেই