শাশুড়িকে খুন করে জামাইয়ের আত্মহত্যা

মৌলভীবাজার: জেলার শ্রীমঙ্গলে শাশুড়ি মুরশেদা বেগমকে কুপিয়ে হত্যা করেছে জামাই কামাল খান।এসময় আরো তিনজনকে কুপিয়ে জখম করা হয়।

শনিবার সকাল ৬টার দিকে উপজেলার সিন্দুরখান রোডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-শ্বশুর মনি মিয়া, কামাল খানের স্ত্রী মুক্তা বেগম ও ভাই তামিম। তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ১০ মাস আগে কামাল খানের সঙ্গে মুক্তা বেগমের বিয়ে হয়। মুক্তা সংসার করবে না বলে কিছুদিন আগে কামাল খানকে তালাক দেন। এর জের ধরে শনিবার সকালে কামাল খান মুক্তাদের বাড়িতে এসে ধারালো দা দিয়ে সবাইকে কুপিয়ে আহত করে।

এসময় তিনি বলেন, আমি নিজেও বাঁচব না, তোদের ও বাঁচতে দেব না। এই বলে তিনি বিষপান করে আত্মহত্যা করেন কালাম।

শ্রীমঙ্গল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহেদা আকতার সাংবাদিকদের জানান, স্থানীয়রা কামাল খানকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



মন্তব্য চালু নেই