শার্শায় জলাতাংঙ্ক রোগাক্রান্ত গরুর মাংশ বিক্রীকালে জনতার হাতে আটক ১

জসিম উদ্দিন, বেনাপোল (যশোর)॥ শার্শা উপজেলার নাভারন বাজারে জলাতাংঙ্ক রোগে আক্রান্ত গরুর মাংশ বিক্রী কালে স্থানীয় জনতা শুকুর আলী নামে এক জনকে আটক করে পুলিশে দিয়েছে।
জানা যায়, কেরালখালী এলাকার বকুল মিয়া এক ব্যক্তি তার একটি গরুর ৫/৬ মাস আগে কুকুরে কামড় দেয়। পরবর্তীতে গরুটির জলাতাংঙ্ক রোগ দেখা দেয়। এবং জলাতাংঙ্ক আক্রান্ত গরুটির অবস্থা ক্রমান্নায়ে খারাপ হয়ে যায়। শুক্রবার সকালে গরুটি জবাই করে নাভারন বাজারে গরুর মাংশ ব্যবসায়ী শহিদুলের নিকট ৮ হাজার ৫শ’ টাকায় বিক্রী করে দেয়। শহিদুল সেই জলাতাংঙ্ক রোগ আক্রান্ত গরুর মাংশ বিক্রী করছিল। এ সময় স্থানীয় জনগন ঘটনা জানতে পেরে শহিদুলের নিকট জানতে গেলে শহিদুল কৌশলে পালিয়ে যায়। পরে শহিদুলের দোকানের কর্মচারি শুকুর আলীকে জনগন আটক করে। এ ব্যাপারে শার্শা থানার এএসআই আনেয়ার হোসেন জানান, ঘটনাস্থলে এসে মাংশ গুলো জব্দ করা হয়েছে। গরুর মালিক বকুল মিয়াকে আটক করা হয়েছে। কসাই শহিদুলকে আটকের চেষ্টা চলছে।



মন্তব্য চালু নেই