শারীরিক মিলনের সময় নারীর যেসব শব্দ পুরুষকে পাগল করে!

একজন নারী ও একজন পুরুষ যখন শারীরিক সম্পর্কে আবদ্ধ হন তখন বিভিন্ন ধরনের আবেদনময়ী শব্দ করেন। এ শব্দ একে অপরের মধ্যে আরো বেশি আবেগের সৃষ্টি করে।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে পুরুষরা যে শব্দ করেন তা নারীদের কাছে ‘কর্কশ’ মনে হয়। নারীরা পুরুষের এমন শব্দে খুব বেশি আলোড়িত হন না। তবে নারীদের শব্দ পুরুষদের পাগল করে তোলে।

মার্কিন যুক্তরাষ্ট্রের একজন মনোবিজ্ঞানী সুশান হাগ বলেছেন, ‘সেক্সুয়াল সাউন্ড হচ্ছে এমন শব্দ যার জোর আওয়াজ হয় না, নিঃশ্বাসের সাথে প্রবাহিত হয়। নারীদের এমন শব্দ পুরুষকে আনন্দিত করে।’

তিনি বলেন, ‘নারী ও পুরুষ তাদের মধ্যকার যৌন মিলনের সময় অবচেতন ভাবেই ফিসফিস করে এক প্রকার শব্দ করেন। তবে এমন শব্দ করতে পুরুষরা বেশি দক্ষ নয়। এক্ষেত্রে নারীরাই বেশি পারদর্শী।’



মন্তব্য চালু নেই